ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, `নিশি রাতের সরকারের পতন ঘণ্টা বেজে ওঠেছে। জনগণ আজ ফুঁসে ওঠেছে। সারাদেশে সরকারের বিরুদ্ধে জনতার উত্তাল তরঙ্গ শুরু হয়েছে। জনতার উত্তাল তরঙ্গে সরকার ভেসে যাবে।’
তিনি আরও বলেন, ‘আজ আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। দেশ-বিদেশের কোথাও তাদের ঠাই হয়নি তাদের।’
সোমবার (২ অক্টোবর) বিকেল ৪টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে নগর ও থানা দায়িত্বশীল যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিরোধী দলের সভা সমাবেশে গণমানুষের উপচেপড়া ভীর ও সরব উপস্থিতি প্রমাণ করে জনগণ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করি। অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। জাতীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে এদেশের মানুষ দেবে না।
গণবিরোধী আওয়ামী সরকারের বিরুদ্ধে আগামী ৭ অক্টোবর দুপুর ২টায় পুরানা পল্টন কালভার্ট রোডের সমাবেশ সফল করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
নগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ ফজলুল হক মৃধা, এইচ এম রফিকুল ইসলাম, আলহাজ নজরুল ইসলাম খোকন, আলহাজ মুহাম্মদ কামাল হোসাইন আলহাজ কেএম মোস্তফা, আলহাজ কেএম আবু তাহের, মুফতি আবদুল আহাদ, মাওলানা জিয়াউল আশরাফ প্রমুখ।
বিভি