৯ মাসে করোনায় মৃত্যু প্রায় ৫শ’ সাংবাদিকের :দূর্বারবিডি

আবহাওয়া বিশেষ রচনা বলি সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ বিশ্বের ৫৬ দেশে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে ৪৮৯ সাংবাদিক। গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সি’র।

খবরে বলা হয়, নভেম্বরে করোনা মহামারীতে মারা গেছেন ৪৭ জন সাংবাদিক। অক্টোবরে এ সংখ্যা ছিল ২২ জন।

পিইসির মহাসচিব ব্লাইস লেমপেন বলেন, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছেন ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর সাংবাদিকরা।

সবচেয়ে বেশি মারা গেছেন লাতিন আমেরিকায় ২৭৬ জন। এর পর এশিয়ায় ১২৫, উত্তর আমেরিকায় ২৬ এবং আফ্রিকায় মারা গেছেন ২৪ সাংবাদিক।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.