রাঙ্গামাটি সংবাদদাতাঃ ৯৯৯ এ কল করে রক্ষা পেলো কাপ্তাই লেকে আটকে পড়া ২০ সদস্যের একটি পর্যটক গ্রুপ। কাপ্তাই লেকে পর্যটকদের আটকে থাকার বিষয়টি জানতে পেরে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ।
চট্টগ্রামের আগ্রাবাদ থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা ২০জনের এই পর্যটকের গ্রুপকে কাপ্তাই হ্রদ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) নিশ্চিত করেছেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।
তিনি বাসসকে আরো জানান, গতকাল চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকের একটি গ্রুপ রাঙ্গামাটির কাপ্তাই লেকে বেড়ানোর পর বিকেলের দিকে ফেরার পথে বোটের তলে ফুরিয়ে গেলে তারা লেকের মাঝখানে আটকে পড়ে। এ সময় এখানে বৃষ্টি এবং বাতাসের গতি থাকায় তারা কাপ্তাই লেকে চরম বিপাকের মধ্যে পড়লে সেখান থেকে একজন ৯৯৯ এ কল দিলে বিষয়টি রাঙ্গামাটি জেলা পুলিশকে জানানো হয়। তখন আমরা খবর পেয়ে জেলা পুলিশের একটি টিম পর্যটকের গ্রুপটিকে রাঙ্গামাটি কাপ্তাই লেকের পেদা টিং টিং এলাকা থেকে উদ্বার করে আনুমানিক রাত ৮টার দিকে রাঙ্গামাটি জেলা পুলিশের পলওয়েল পার্কে নিয়ে আসি।
কাপ্তাই লেকে আটকে পড়া থেকে উদ্ধার হওয়া পর্যটক মোঃ রাশেদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, গতকাল বৃহস্পতিবার আমরা একই পরিবারের আত্মীয়-স্বজন শিশুসহ প্রায় ২০জনের একটি গ্রুপ রাঙ্গামাটির কাপ্তাই লেকে বেড়ানোর পর ফেরার পথে বোটের তেল ফুরিয়ে গেলে কাপ্তাই লেকে আটকে পড়ি। এসময় প্রচন্ড বৃষ্টি, লেকে বড় বড় ঢেউ এবং বাতাসের গতিবেগে আমরা সবাই খুবই ভয় পেয়ে যাই এবং বোটে থাকা শিশুসহ সবাই প্রাণভয়ে কান্না করতে থাকে। এ সময় আমি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি টিম আমাদের এসে উদ্ধার করে।
কাপ্তাই লেকে আটকে পড়া থেকে উদ্ধার হওয়া পর্যটকরা ৯৯৯ এ কল দিয়ে তাৎক্ষনিক সহযোগিতা পাওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের সহমর্মিতা দেখে জেলা পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জানান।