৮ দিন বন্ধ থাকবে ইবির ক্লাস-পরিক্ষা, ভর্তি পরীক্ষা উপলক্ষে

আরো পরিবেশ রাজশাহী শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি-
২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে গত ১০ মে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে জানা যায়।

অফিস আদেশে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে এবং ২ থেকে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে উক্ত দিনগুলিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

উল্লেখ্য, আগামী ২০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ৫ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.