৭১ টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনায় কুবি ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

আইন-অপরাধ তথ্য প্রযুক্তি শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মূল ফটক সংলগ্ন ডাচ্ বাংলা এটিএম বুথের সামনে সংবাদ সংগ্রহ করতে আসা ৭১ টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনায় এ এম নূর ঊদ্দীন হোসাইন(২৪) নামে কুবি শাখা ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুন) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ এম নূর ঊদ্দীন হোসাইন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

প্রাথমিক সম্পৃক্ততার অভিযোগে নূর ঊদ্দীন হোসাইনকে স্বীয় পদ থেকে অব্যহতি এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়।

এছাড়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রলীগ মেহেদী হাসান বিদ্যুৎ, মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হাসান পলাশকে নিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও প্রদান করা হয়।

এবিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় আমরা তাকে অব্যাহতি দেই। বাকিটা পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

তবে অভিযুক্ত এ এম নূর ঊদ্দীন হোসাইন অব্যাহতির বিষয়ে বলেন, আমি এমন কোন লিডার নয় যে নেতৃত্ব দিয়ে গাড়ি ভাংচুর করব। আর আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যাস্ত থাকি। আমাকে কেন অব্যাহতি দেয়া হয়েছে আমি জানি না।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *