দূর্বার

১০ বছর পর বেলকুচি উপজেলা আ.লীগের ত্রি বাষিক সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মান্নান শেখ, বেলকুচি থেকেঃ
সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দীর্ঘ চলছে প্রস্তুতি৷ দীর্ঘ ১০ বছর পর বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ৷
আগামী (২৩ মে সোমবার) সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

ইতোমধ্যে পদপ্রত্যাশী নেতারা সম্মেলন সফল করার আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন রাস্তার মেন ফটোকে ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ড লাগিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১২ সালে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে, সভাপতি একে এম ইউসুফজি খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফজলুর হক সরকার। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় তারাই দায়িত্ব পালন করছেন। তবে সম্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে প্রচার প্রচারণা।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিকের সম্মেলনের বিষয়ে বলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে উপজেলা ৬ টি ইউনিয়নের ৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কমিটি ইতোমধ্যে সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে। উপরের নির্দেশ কর্মে একটি ইউনিয়ন থকিত রেখে কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হয়ে৷
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ এইচ এম খাইরুজ্জামান লিটনসহ আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলে তিনি নিশ্চিত করেছেন।
অপরদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন তা নিয়ে বেলকুচি উপজেলার রাজনীতিক মহলে অনেক জল্পনা-কল্পনা চলছে। পদপ্রত্যাশী নেতারা বিভিন্ন মহলে তদবির করছেন বলে জানা যায়। তবে সভাপতি পদে সিরাজগঞ্জ ৫ (বেলকুচি চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি, নাম বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে।

বেলকুচি উপজেলার একাধিক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা প্রতিবেদকে জানিয়েছে, দীর্ঘ সময় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতাকর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়েছেন ও নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে বাধাগ্রস্ত হয়। তবে এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের কেন্দ্র মূল্যায়ন করবে বলে তারা মনে করেন।

এছাড়া বেলকুচি উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সবাই আওয়ামী লীগ করে; সব দলের লোকই এখন আওয়ামী লীগে ভিড় জমাচ্ছেন। এই অতিথি পাখি, কালো টাকার মালিক আওয়ামী লীগে আসার একটা সুযোগ নিচ্ছে। এই বেলকুচি উপজেলা থেকে দলকে বাঁচাতে হবে একটা সুসংগঠিত আওয়ামী লীগ দরকার। এটাই আমাদের কামনা। পরিক্ষিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানান তারা।

বেলকুচি উপজেলা যুগ্ন আহ্বায়ক ও বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ বলেন, ২০০৫ সালে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, হওয়ার কারণে আমাকে বিএনপি, জামায়াত জোট সরকারের সময়ে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে । একাধিক মিথ্যা মামলায় জেলহাজতে থাকতে হয়েছে। আগামী ২৩ মে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.