মো.শাহ আলম ভূঁইয়াঃ চাঁদপুরের শাহরাস্তিতে পিচ্ছিল রাস্তায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে খাবার হোটেলে গিয়ে প্রবেশ করে।
এ সময় রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা অন্য আরেকটি ট্রাকের হেলপার নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং ট্রাকটি পাশের খাবার হোটেলে গিয়ে প্রবেশ করে।
মর্মান্তিক এ ঘটনাটি মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত ১টায় উপজেলার মেহের ষ্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনে ঘটেছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মেহের ষ্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনে হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী বালিবাহী ট্রাকের (চট্ট মেট্রো ট- ১১-৯২৭৩) চালক সহকারী মোঃ খোরশেদ আলম (৫২) যাত্রা বিরতিতে খাবার খাওয়ার উদ্দেশ্যে হোটেলের দিকে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জগামী ট্রাক (ফেনী- ট ১১-০৮৭৫) বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতর ঢুকে যায়।
এতে হোটেলের সামনে থাকা ট্রাকের চালক সহকারী ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে খোরশেদ আলম কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার ডালুয়া ইউনিয়নের শারফাতলী গ্রামের মৃত হাফিজ উল্যাহর পুত্র।
এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের স্বজনদের মৃতদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।