নূপুর খন্দকারঃ
যখন তখন মেঘ জমে
অবচেতন মনে,
ফিরে আসে হারানো সুর
একাকীত্বের সনে।
একলা আমি থমকে থাকি
গাই পুরোনো গান,
হঠাৎই যে অনুভবে পাই
পুরোনো সেই টান।
ফিরে যেতে চাই আবার
পুরোনো সেই দিনে,
আনবো নাহয় সেদিনগুলি
চওড়া দামেই কিনে।
মনটা পোড়ে স্মৃতিচারণে
অতীত কাঁদায় খুব,
একলা হলেই কেমন যেন
দেই স্মৃতিতে ডুব।
একাকীত্ব নিত্য সাথী
হৃদয় ভাঙ্গে রোজ,
এই শহরে ব্যস্ত সবাই
নেয়না তো কেউ খোঁজ।