হাজী কাজী নজরুল ইসলামঃ
কেউতো বুঝেনা প্রাণের দরিদ্রতা
বারে বারে খুঁজে ফিরে।
জীবনে কি পেলাম, নাইবা পেলাম
কেমন আছি যে সুখে।
তলিয়ে দেখেনা, জিজ্ঞেসও করেনা
নিজেকেই উপস্হাপন করে।
এদিকে আমি জীবনের পারম্ভের
ভূগীতেছি কালাজ্বরে।
হায়রে নিয়তি করিতেছি মিনতি
বান্দায় এমন কেনো?
অন্যের সুখে, বাড়া ভাতে ছাঁই
বান্দাতেই দিয়েছো যেন।
দূ চরণের মানুষ বানাইয়া ভবে
মানুষেরেই কর বাদী।
জীবন চলার পথে বার বার দেখা
দেখি আজঅবদি