মোঃ রেদওয়ানুর হক শুভ, ববি প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল রুটের হানিফ পরিবহনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ যাত্রীরা লাঞ্ছনার শিকারের ঘটনা ঘটে। যাত্রীদের মারতে উদ্যত এবং বাস খাদে ফেলে মেরে ফেলার হুমকির অভিযোগ ওঠে এক বাসচালকের বিরুদ্ধে। গতকাল রাতে একটি হানিফ পরিবহণে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম আবু জাফর মিয়া।তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। কিন্তু অভিযুক্ত চালক ও কন্ট্রাক্টরের(সমন্বয়ক) নাম জানা যায়নি।
যাত্রীর এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ঢাকা-বরিশাল রুটে হানিফ পরিবহনের একটি বাস সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সায়েদাবাদের জনপদের মোড় কাউন্টার থেকে ছাড়ার কথা। সেই বাস কাউন্টারে আসে রাত ৯ টার দিকে।দেরি করে ছাড়ার পরেও একের পর এক কাউন্টারে যাত্রীর জন্য অনেক অপেক্ষা করতে থাকে।একপর্যায়ে বাসের ভিতরের যাত্রীরা অধৈর্য হয়ে কন্ট্রাক্টর ও বাসচালককে তাড়াতাড়ি যেতে বলে।তখন কন্ট্রাক্টর ও চালক মিলে যাত্রীদের মারতে উদ্যত হয়।গাড়ি চলতি অবস্থায় নিজে নেমে গাড়ী খাদে ফেলে সব যাত্রীদের মেরে ফেলারও হুমকি দেয় ওই চালক।
এ বিষয়ে সত্যতা জানতে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন যাত্রীর সাথে কথা হয়।তারা বলেন, এমনিতে বাস আসছে দেরি করে।তারপরেও আবার রোজার মাস।তাদের এমন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে হত্যার হুমকিও শুনতে হয়। তাদের এমন আচারণ আমাদের ভীতিসঞ্চার করে।তাদের এই ক্ষমতার উৎস কোথায়?? এই নৈরাজ্য কি ঠেকানোর কেউ নেই!
সায়েদাবাদ হানিফ পরিবহণ বাস কাউন্টারের ০১৭১৩৪০২৬৭৩ নাম্বারে ফোন করা হলে তারা ফোন ধরেনি। ০১৭১৩০৪৯৫৫৯ নাম্বারে যোগাযোগ করা হলে প্রথমে সায়েদাবাদের কথা বলে পরে অভিযোগ শুনে বলেন এটি সিলেট কাউন্টারের নাম্বার।অভিযুক্ত ড্রাইভারের নাম্বার ও পরিচয় জানার জন্যে ফোন দেওয়া হয় বরিশাল কাউন্টারে কিন্তু তারা বলেন ড্রাইভারের নাম্বার তাদের কাছে নেই।