অনলাইন ডেস্কঃ আগামী ৫ জুন থেকে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। মঙ্গলবার (২৪ মে) ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল বলেন, ‘বিমান মন্ত্রণালয়ও প্রস্তুত। (৫ জুন ফ্লাইট শুরুতে) অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।’
বাংলাদেশ থেকে এবার হজ ফ্লাইট ৩১ মে শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন তা শুরু হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার মুসলমান হজ পালনে সৌদি আরব যাচ্ছেন।
আগামী জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। মহামারির কারণে দুই বছর বিরতির পর বিদেশিরা এবার হজে যেতে পারছেন৷