সড়কে কাটা গাছ ফেলে ডাকাতি অস্ত্র সহ আটক-৬

আইন-অপরাধ ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

মোহাম্মদ রায়হান বারি, নারায়ণগঞ্জ থেকেঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাদের নিকট থেকে তিনটি ককটেল, দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছোড়া, দুটি লোহার রড, ছয়টি টর্চ লাইট, দুটি লোহার পাইপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১৬ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৫ মে) দিনগত রাতে সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁয়ের নানাকি মধ্যপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (১৮), বন্দরের শারে সরকার চাপাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), সোনারগাঁয়ের নানাকি মধ্যপাড়া এলাকার দায়েনের ছেলে মো. হৃদয় (১৮), বন্দরের ইটেরপুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তালিফ হোসেন (২৩), বন্দরের হরিপুর সিঁড়ি ব্রীজ এলাকার ইব্রাহিমের ছেলে রাজু আহম্মেদ (২২), সোনারগাঁয়ের নয়াপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে ফারুক (১৯)।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১’র উপ-অধিনায়ক হাসান শাহরিয়ার জানান, এই চক্রটি গত ১ এপ্রিল গভীর রাতে সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।

তিনি আরও জানান, আটকরা পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা মাফিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়ী সমূহকে টার্গেট করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় সোনারগাঁ থানার বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড সৃষ্টি করে হামলা করে এবং ধারালো অস্ত্র প্রদর্শণ করে চলাচলরত যাত্রী সাধারণের ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সিএনজি মোটরসাইকেলযোগে দ্রুততার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.