মেশারফ হোসেন রামগড়
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক রামগড় তথ্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি সকাল ১০.৪০ হতে ১২.২০ পর্যন্ত রামগড় উপজেলা পরিষদে মিলনায়তনে সহকারী কমিশনার (ভুমি) মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,রামগড় থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।
সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে বিষয় সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে, এরপর অন্য বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলো রামগড় উপজেলার বিভিন্ন সরকারি -বেসরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা গন, জনপ্রতিনিধি বৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা বৃন্দ, ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।