রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু দেশের মানুষের কাছে অষ্টম আশ্চর্যের মত । বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু,পায়রা সমুদ্র বন্দর,কর্নফুলি টানেল,মেট্রোরেল ও রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্র সহ দেশজুড়ে যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন তাতে দক্ষিণাঞ্চলবাসীসহ দেশের আপামর জনগণ তাঁর কাছে চির কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়েছেন। জাতির পিতার দেওয়া লাল-সবুজ পতাকার বাংলাদেশকে সুযোগ্য কন্যা হিসেবে তিঁনি বিশ^সভায় অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। শের-ই-বাংলা ও বঙ্গবন্ধুর মত বাঙালী জাতির অবিসংবাদিত মহান নেতাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে সোনারমানুষ তৈরী করে স্বপ্নের সোনারবাংলা বির্নিমাণ করতে হবে। ২৬ অক্টোবর বুধবার হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় বরিশালের বানারীপাড়ার চাখারে অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৯তম শুভ জন্মদিন উদযাপন ও হক স্পোটিং ক্লাবের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাখার ইউপি চেয়ারম্যান ও হক স্পোটিং ক্লাবের সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শের-ই-বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু,জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহজাহান হোসেন পিপিএম,বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,মুলাদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার প্রমুখ। প্রভাষক কাজী হারুন-অর-রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওলিউল্লাহ অলি ও সাজ্জাদ সেরনিয়াবাত,মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্না,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার রুহুল আমিন,ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান ও সাইফুল ইসলাম শান্ত,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। অনুষ্ঠানে চাখার হক স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শামছুল হক সিকদার সান্টুসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।