স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক কর্মশালা

আরো খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারি সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে ১১ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০ টায় স্থানীয় সরকারি প্রতিষ্ঠান ও নারী উন্নয়ন দলের দলনেতাদের নিয়ে ১ দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন সিসিডিবি এর এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান, আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মকিন্দ পাইক, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন বাছাড়, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য বিকাশ মন্ডল, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য দেবাশীষ গায়েন, ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য কাজল কান্তি সরদার, নারী উন্নয়ন দলের দলনেতাবৃন্দ ও এনগেজ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।
কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন উক্ত প্রশিক্ষণের সভাপতি। তিনি পকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, এবং কার্যাবলী সম্পর্কে অবহিতকরণ, মানবাধিকার ও সমতা, সেক্স ও জেন্ডার, নারী ও শিশু নিযাতন দমন আইন, শ্রম আইন, নেতা ও নেতৃত্ব বিষয়ে তুলে ধরেন।
প্রধান অতিথি বলেন, এনগেজ প্রকল্প অত্র এলাকায় নারীদের সচেতনতার লক্ষ্যে যে কার্যক্রম করে চলেছে তা সময়োপযোগী। নারীদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কন্যা সন্তান ও ছেলে সন্তান উভয়কেই সমান চোখে দেখতে হবে। বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই প্রক্ষিণটি ইউপি সদস্যদের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। তিনি আরও বলেন, সিসিডিবি বহুদিন ধরে এলাকায় স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.