স্ত্রী-সন্তানের গায়ে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী আটক

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

দেলাওয়ার হোসাইন রাফি, লাকসামঃ
কুমিল্লার লাকসামে স্ত্রী রেহানা বেগম (৩৫), শিশুপুত্র তোফায়েল আহমদ রাহিম (৬) কে গভীররাতে ঘুমন্তাবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত (৬ মার্চ) রোববার উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামে৷
এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত আমান উল্লাহকে গত বুধবার (১৬ মার্চ) রাতে পুলিশ আটক করে৷

পরে বৃহস্পতিবার (১৭ মার্চ) অভিযুক্ত আমান উল্লাহর বিরুদ্ধে তার বড় মেয়ে তানজিনা আক্তার বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, গত ৬ মার্চ রোববার গভির রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামে পিতার বাড়ীতে স্ত্রী রেহানা আক্তার ও শিশুপুত্র রাহিম কে নিয়ে ঘুমিয়ে পড়ে। গভির রাতে স্বামী আমান উল্লাহ ওরপে আনোয়ার স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পেট্রোলের আগুনে স্ত্রী ও সন্তানের শরীর পুড়ে যায়। তাদের আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আমান উল্লাহ ওরপে  আনোয়ার পালিয়ে যায়৷ পরে আহত স্ত্রী রেহানা ও ছেলে রাহিমকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রেহানার অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

মেয়ে তানজিনা বলেন, আমার বাবা প্রতিনিয়ত মাদক সেবন করতো। এ নিয়ে মা বাবাকে মাদক সেবনে বাধা দিলে বাবা মাকে বিভিন্ন সময় মারধর করতো। ওইদিন বাবা নানার বাড়ীতে এসে গভির রাতে ঘুমন্ত মা ও ছোট ভাইয়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। মা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

লাকসাম থানা পুলিশের এস আই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে স্থানীয়দের সহায়তায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *