সৌদি আরবে বাংলাদেশি প্রথম হজযাত্রীর মৃত্যু

আরো ইসলামিক রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছানোর পর এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ বছরের হজে এটিই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা।

মারা যাওয়া হজযাত্রীর নাম মো. জাহাঙ্গীর কবির (৫৯)। তিনি শনিবার (১১ জুন) সৌদি আরবের মক্কা আল-মুকাররামায় ইন্তেকাল করেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের জেলায়।

সৌদি আরবের মৌসুমী হজ কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বঘোষণা অনুযায়ী ৩১ মে হজ ফ্লাইট শুরু করার কথা থাকলেও নানা অব্যবস্থাপনার কারণে ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট ৭,৫৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে এসেছেন।

সৌদি আরবে হজযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য এখন পর্যন্ত ১৯টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫টি এবং ফ্লাইনাস তিনটি ফ্লাইট পরিচালনা করে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.