সেনবাগে শিক্ষক দিবস পালিত

আরো চট্টগ্রাম পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
সেনবাগে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে উপজেলা চত্ত্বর থেকে সকল পর্যায়ের শিক্ষকদের অংশ গ্রহণে এক বন্যাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম, সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাঃ আমিরুজ্জামান,চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাহাতে জান্নাত, এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব, ঘোরকাটা সপ্রাবির প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহীদ উল্যাহ, চাঁদপুর সপ্রাবির প্রাক্তন প্রধান শিক্ষক এ কে এম বদিউল আলম সহ প্রমুখ।

এ সময় চাঁদপুর সপ্রাবির অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক একেএম বদিউল আলম স্যারকে সম্মাননা ক্রেস্ট প্রধান প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতি সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরী সমাপনী বক্তব্য রাখেন এবং আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.