মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) থেকেঃ নোয়াখালীর সেনবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ -১৭) এর ফাইনাল খেলায় কাবিলপুর ইউনিয়ন দলকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সেনবাগ পৌরসভা দল।
রবিবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে স্কুলের মাঠে-ই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
নূর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, উপসহকারী কৃষি কর্মকর্তা জি এ সুমন, সেনবাগ পৌরসভার কাউন্সিলর বদরুল হোসেন, আলমগীর হোসেন, মহিন উদ্দিন, আওয়ামী লীগ নেতা অলি ভূঁইয়া, ইয়াছিন দুলাল, কাবিলপুর ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন প্রমুখ।
ফাইনাল খেলায় সেনবাগ পৌরসভা দল ৪-০ গোলে কাবিলপুর ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।চ্যাম্পিয়ন দল আগামী ২৮ মে জেলা পর্যায়ে শহীদ ভুলু স্টেডিয়ামে কবিরহাট উপজেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে।
অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে দুই দল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দিয়ে দর্শকদের সন্তুষ্ট করেছেন, এতে দর্শক সহ আয়োজক কর্তৃপক্ষ খুবই খুশি।