সেনবাগে প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট আইডিয়াল স্কুলের হল রুমে বুধবার দুপুরে প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশন,সেনবাগ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি হাবিব মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,এস এ গ্রুপের গ্রুপ কো- অর্ডিনেটর, বিশিষ্ট শিক্ষানুরাগী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর।

স্বাগত বক্তব্য রাখেন, প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশন,সেনবাগ শাখার সভাপতি হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানকিরহাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ আলমগীর হোসেন ভূইয়া, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফখর উদ্দিন,সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মনোয়ারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বুলেটিন সম্পাদক নিজাম উদ্দিন খন্দকার, সাংবাদিক মোঃ হারুন এবং প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ প্রমুখ।

আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.