সেলিম চৌধুরী হীরাঃ সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদেরকে সমাজের সর্বস্তরে সুশাসন কায়েমের প্রতিজ্ঞা করতে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন সুশাসন ছাড়া শাত্তি উন্নয়ণ সম্ভব নয়৷
গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম হাউজিং আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের জন্য শেখ হাসিনার সরকারের শতভাগ সুফল নিশ্চিত করতে চেয়ারম্যান-মেম্বারদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যে সকল জনপ্রতিনিধি জনসেবার পরিবর্তে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তুলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, তাদেরকে ছাড় দেয়া হবে না। যাদেরকে যে পদের জন্য দায়িত্ব দেয়া হয়েছে, তাকে অবশ্যই স্ব স্ব দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। যারা মানুষের প্রতি অন্যায়-অবিচার ও অত্যাচার করবে, সুশাসন ও ন্যায় বিচারের পরিবর্তে দুঃশাসন প্রতিষ্ঠা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনে রাখবেন, আমি আমার ব্যক্তিগত স্বার্থে কাউকে দায়িত্ব দেইনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনের জন্য, জনগণের ভাগ্যোন্নয়নের জন্য এবং সমাজের সর্বস্তরে সুশাসন ও ন্যায়-বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্যই দায়িত্ব দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড, ইউনুস ভুইঁয়া, পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বতআলী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েছ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড,আবু তাহের, গোলাম রাব্বানী মজুমদার, সাংগঠনিক সম্পাদক এড, রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের, কান্দির পাড় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন শামিম সহ নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ও দলের সর্বস্তরের নেতা-কর্মীগণ।
একইদিন সকালে তিনি মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং সদ্যনির্বাচিত ১১ইউপি চেয়ারম্যান ও মেন্বারদের সাথেও মত বিনিময় করেন।