পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৩ টায় মুন্সিগঞ্জ আইপাড়া জামে মসজিদের মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সিকান্দার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মোড়ল, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু, সুন্দরবন কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, মাস্টার আইয়ুব আলী, আলহাজ্ব আবু রায়হান মল্লিক, আবুল কালাম আজাদ,বিলাল হোসেন সহ সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য প্রমুখ। এ সময় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১০০ জন হত দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সার্বিকভাবে কম্বল বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়নাল মল্লিক।