সুনামগঞ্জ সীমান্তে ইয়াবাসহ ১জনকে আটক করেছে বিজিবি

আইন-অপরাধ পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। আটককৃত চোরাকারবারীর নাম মোঃ নুরুল হক(২৪)। সে তাহিরপুর উপজেলার মোদেরগাও গ্রামের মোঃ সোবহানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ সকাল ১১টায় লাউরগড় বিওপির হাবিলদার মোঃ রুহুল আমিন (নাম্বার-৫২০৯৯) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঁঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থান হতে ০৭ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি মোটর সাইকেলসহ তাকে আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য (ইয়াবা-২,১০০/-+মোটর সাইকেল-১,৮০,০০০/-)= ১,৮২,১০০/-টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তসলিম এহসান পিএসসি ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.