সুনামগঞ্জ পৌর শহরে বন‍্যায় কবলিত মানুষের মাঝে শক্তি ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প ও ঔষধ বিতরণ

আববাওয়া আবহাওয়া আরো সারাদেশ সিলেট স্বাস্থ্য
শেয়ার করুন...

আফতাব উদ্দিন সুনামগঞ্জ থেকেঃ
বন্যা কবলিত হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ‍্যসেবা ও ফ্রি ঔষধ বিতরণে এগিয়ে এসেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ‍্যাডভান্টেজ উইমেন। গত মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত সুনামগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে প্রায় ৪০০ জন বন‍্যায় কবলিত হতদরিদ্র রুগী চিকিৎসা সেবা পেয়েছেন। এসময় তাদের মাঝে প্রায় লক্ষাধিক টাকার ঔষধ, প্রাথমিক প্যাথলজি টেস্ট, ও ডাক্তার প্রেসক্রিপশন সম্পূর্ন বিনামুল্যে দেওয়া হয়েছে। উত্তর আরপিননগর শক্তি ফাউন্ডেশনের ১৫৫ নং কেন্দ্র সভানেত্রী আলেয়া বেগমের বাড়ির সামনের খেলার মাঠে এই ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পে শক্তি ফাউন্ডেশনের পক্ষে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার তন্বি বনিক ও ডাক্তার কাজী আওয়াল কান্তা। এসময় উপস্থিত ছিলেন, শক্তি ফাউন্ডেশন ফর ডিসত্র‍্যাডভান্টেজ উইমেনের এস.জি.এম. ফাতেমা চৌধুরী, জি.এম. সাবিনা ইয়াসমিন, এম. শাহাদাত হাসান, আর.এইচ.সি শাহানাজ পারভীন, বি.এম. শামস্ উদ্দিন, সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক কল্ল‍্যাণ সমিতির সভাপতি সাহিদুর রহমান, নিরাপদ সড়ক চাই,(নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও পল্লীবন্দু পরিষদ সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ডা. আফতাব উদ্দিন, সেচ্ছায় মানবিক টিম সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নয়ন, কেন্দ্রের সভানেত্রী আলেয়া বেগম প্রমুখ। এছাড়া ও শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.