তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধি::
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২:০১ মিনিট ও সকালে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের বেদীতে র্যালী দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা উপজেলা প্রেসক্লাব, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সরকারি, বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
সকাল ১০:৩০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত গণমিলনায়তনে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি সহ: অধ্যাপক তরুণ কান্তি দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাশ।
আলোচনা সভা শেষে বেলা ১১:৩০ টায় উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত পৃথক প্রতিযোগিতায় মোট ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বেলা ১২ টায় শিল্পকলা একাডেমি কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।