শহিদুল ইসলাম, প্রতিবেদক
৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরের বড়পুল সংলগ্ন সায়মা আবুলিয়া স্কয়ারের চ্যানেল কর্ণফুলি অডিটোরিয়ামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর উদ্যোগে এবং সহযোগিতায় জাতীয় রোগী কল্যাণ সোসাইটি দেশের খ্যাতিমান লেখক, গবেষক, প্রাবন্ধিক এবং জনপ্রিয় হোমিও গবেষক ও চিকিৎসক ডা: মাহতাব হোসাইন মাজেদ এর ন্যাশনাল হোমিও রিচার্স সেন্টারের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর। সঞ্চালনায় করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ ফারুক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সচিব ফারহানা আফরোজ খানম।
প্রধান অতিথি বলেন, বিশ্বের প্রতিটি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার যথেষ্ট গুরুত্ব রয়েছে, আমাদের বাংলাদেশেও পিছিয়ে নেই। বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান ও ঐতিহ্য বিশ্বের বহু দেশেের তুলনায় আরও উন্নত ও প্রশংসিত।
সেমিনারে হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক ডা: মাহতাব হোসাইন মাজেদ বলেন, দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান অনেক ভালো, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় বিশ্ব নানা গবেষণার মাধ্যমে এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিয়ে আরও গবেষণা হওয়ার প্রয়োজন।
সভায় বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি পুরনো ও আধুনিক চিকিৎসা সেবা। আধুনিক বিজ্ঞান সম্বলিত চিকিৎসা সেবার নাম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা। সকল নাগরিকদের সেবা গ্রহণের একমাত্র সহজ ও নাগালের মধ্যে সেবা মাধ্যম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা।
আরও বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মোঃ মাসুদ রানা, সাংস্কৃতিক সংগঠক ও নৃত্য শিল্পী মোহাম্মদ হোসেন মধু, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. মোঃ জামাল উদ্দিন, সমাজসেবী আবুল হাশেম, মোঃ সাইমন প্রমুখ।
সেমিনার শেষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ও ন্যাশনাল হোমিও ফার্মেসী প্রকাশিত বার্ষিক বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন করা হয়।