দক্ষিণ কুমিল্লার জনপ্রিয় মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন, আমরা বইপ্রেমী, গত দুইদিন ধরে সিলেটে বন্যা দূর্গত অঞ্চলের অসহায় মানুষদের ত্রাণ ও নগদ অর্থ প্রদান করেছে।
সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন,বইপ্রেমী সংগঠন বইয়ের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সেচ্ছাসেবী কাজে অগ্রণী ভূমিকা পালন করছে।আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের বন্যার কথা জানতে পারি তখন বাজারে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গা এবং সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ফান্ড গঠন করি। সিলেটের কানাইঘাটে ২০জনকে ত্রাণ এবং ১০ জনকে নগদ অর্থ প্রদান করি এবং গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ৬০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করি।
সংগঠনের ত্রাণ এবং অর্থ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন,বিডি ক্লিনের বিভাগীয় সহ-সমন্বয়ক,১নং মোলারগাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান,জাকারিয়া আহমেদ।
সামগ্রিক কর্মকাণ্ডে বিশেষ ভাবে সহযোগিতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, এম,নিজামুদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন আমরা বইপ্রেমী সংগঠনের যুগ্ম আহ্বায়ক, লোকমান হোসেন শিশির, আহ্বায়ক কমিটির সদস্য, জুলকার নাইন আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ডের মেম্বারঃ সিরাজুল ইসলাম,সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বারঃ মোসাঃ সবজাহান বেগম, ৩ নং ওয়াড যুবলীগ সেক্রেটারি আবদুল্লাহ প্রমূখ।