সিংড়া (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে
নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি ইজি বাইক আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে রাখা মেয়রের ব্যবহৃত গাড়ি (জিপ), ২টি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতেই ঘটনাস্থলে আসেন পৌর মেয়র মো: জান্নাতুল ফেরদৌস।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আগুন লাগার কারণ জানতে হবে।