সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়লো মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন

আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

সিংড়া (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে
নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি ইজি বাইক আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে রাখা মেয়রের ব্যবহৃত গাড়ি (জিপ), ২টি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতেই ঘটনাস্থলে আসেন পৌর মেয়র মো: জান্নাতুল ফেরদৌস।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আগুন লাগার কারণ জানতে হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.