সারাইলে সরকারি জায়গা দখল মুক্ত

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

আব্বাস উদ্দিন: জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
সরাইল উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের সরকারি প্রায় জায়গা দীর্ঘদিন যাবত ছিলো অবৈধ দখলদারদের কবলে।আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, সরকারি এ জায়গা দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় ১৮৬ ধারায় একজনকে অথর্দন্ড করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলা পরিষদের পাশেই মুক্তিযোদ্ধাদের জন্যে গড়ে তোলা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের সরকারি প্রায় ১০ শত জায়গা দখল করে রেখেছিল বেশকিছু হকার ও হোটেল ব্যবসায়ীরা।

উপজেলা প্রশাসনের সামনেই সরকারি জায়গা দখল নিয়ে ছিলো নানা আলোচনা সমালোচনা।তবে সরাইলের নবাগত ইউএনও যোগদানের কয়েকদিনের মধ্যেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, সরকারি জায়গা আমরা দখল মুক্ত করেছি। সরকারি জমি উদ্ধার কার্যক্রম চলবে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এলাকার তথা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.