দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান।
আপনারা জানেন শাল্লা হচ্ছে আমাদের পুলিশ প্রধান (চৌধুরী আবদুল্লাহ আল মামুন) স্যারের বাড়ি। উনি সার্বক্ষণিক দেশের সব জায়গায় পূজা মন্ডপ পর্যবেক্ষণ করছেন। স্যার সুযোগ থাকলে অবশ্যই শাল্লার পূজায় আসতেন। শারদীয় দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেক আগে থেকেই আপনাদের সাথে সমন্বয় করে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চমৎকার পরিকল্পনা গ্রহন করেছি। আমরা এবছর প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও আমাদের সবার উদ্যোগে সিসি ক্যামেরা সম্পূর্ণভাবে লাগানো হয়েছে। আমাদের পুলিশ প্রধান (চৌধুরী আবদুল্লাহ আল মামুন) স্যারের পক্ষ থেকে এবং সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ধর্ম যায় যার উৎসব সবার। আমাদের অসম্প্রদায়িক চেতনা ও সামাজিক সম্প্রতি অক্ষুণ্ণ রাখতে আপনাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক সর্তক অবস্থায় আছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নি। আগামী কাল বিজয়া দশমীর মূর্তি বিসর্জনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সবাইকে নিয়ে সুন্দরভাবে শেষ করব।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলায় সদর সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শাল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সুনামগঞ্জের উদ্দেশ্যে গমন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, সহকারী পুলিশ সুপার (দিরাই-শাল্লা) সার্কেল শহীদুল হক মুন্সী, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শাল্লা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস,
সম্পাদক জয়ন্ত সেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, কালী মন্দিরে সর্বজনীন শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক শিক্ষক অনাদি তালুকদার, পূজারীবৃন্দ, দর্শনার্থী প্রমুখ।