
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া শেরপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্জ্ব জানে আলম খোকা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। দেশনেত্রী সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারবেন—এটাই আমাদের প্রত্যাশা।” বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, বিএনপি নেতা স্বাধীন কুমার কুন্ডু, শাহ আলম পান্না, ফিরোজ আহমেদ জুয়েলসহ উক্ত দোয়া মাহফিলে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
