সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের স্মরণে লাকসামে নাগরিক শোকসভা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা, লাকসাম:
লাকসামের দৌলতগঞ্জ বাজারে সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।

লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান ভুট্টো সভাটি পরিচালনা করেন।

সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের লাকসাম উপজেলা আমির মুফতি মাওলানা আবু ইউসুফ, মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মিজানুর রশিদ, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মতিন মজুমদার, ওয়াক্সপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, কাপড় ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ তুহিন, স্যানিটারি ও টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দিন, পাদুকা সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, মোবাইল ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম তুহিন, ব্যবসায়ী আমির হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও আল-আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আবুল বাশার, লাকসাম বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম।

নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী। তিনি বলেন, আমরা আনোয়ারুল আজিমের মতো একজন গুণী মানুষকে হারিয়েছি। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, দৌলতগঞ্জ বাজারে প্রায় আট হাজার ব্যবসায়ী রয়েছেন। ব্যবসায়ীদের ঐক্য ধরে রাখা জরুরি। যদি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা না যায়, তাহলে নিজেরাই নানাভাবে বঞ্চিত হতে হবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল হান্নান।
তিনি মরহুম আনোয়ারুল আজিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদান স্মরণ করে দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, লাকসাম-মনোহরগঞ্জের রাজনীতিতে আনোয়ারুল আজিম ছিলেন ন্যায়পরায়ণ, সততার প্রতীক এবং জনবান্ধব নেতা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.