মিলন বৈদ্য শুভ,ারাউজান থেকেঃ
চট্টগ্রামের সক্রেটিস খ্যাত সাহিত্যিক, বুদ্ধিজীবী শিক্ষাবিদ অনুবাদক শিক্ষক মহান মুক্তিযুদ্ধের সংগঠন সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশন এর নব গঠিত কমিটির শপথ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন ফারাজ করিম চৌধুরী৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিযার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম উপাচার্য ড. অনুপম সেন,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.রফিকুল আলম৷
,
সাংবাদিক সিদ্দিক আহমেদ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক, তিনি পেশাগত জীবনে শিক্ষকতা পাশাপাশি সাংবাদিকতা করেছেন।
প্রথম যৌবনে মার্কসবাদে দীক্ষিত সিদ্দিক আহমেদ আমৃত্যু তা ধারণ করেছেন। তিনি পেশাগত জীবনে অত্যন্ত নিষ্ঠাবান ও সৎ ছিলেন। সকলের কাছে তিনি রুচিশীল, নান্দনিক ও পরিপাটি মানুষ।
সাংবাদিক সিদ্দিক আহমেদ, গ্রামে সিদ্দিক মাষ্টার নামে পরিচিত। তার শিক্ষাজীবন শুরু হয় রাউজান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে। ১৭ বছর বয়সে তিনি সিটি কলেজের ছাএ থাকা অবস্থায় ১৯৬২ সালে সাড়া জাগানো শিক্ষা আন্দোলনে জড়িয়ে পড়েন।
তার প্রকাশিত গ্রন্হ সংখ্যা নয়টি – জল ও তৃষ্ণা, আপেলে কামড়ের দাগ, কিছু মানব ফুল, পিকাসো,কবিতার রাজনীতি, খোলা জানালায় গোপন সুন্দরবন, পৃষ্ঠা ও পাতা, প্রভৃতি, ছিটে ফোঁটা৷
জিবনে তিনি অসংখ্য পুরস্কার সন্মাননা পেয়েছেন।
তিনি ১৯৪৬ সালে ৩১ জুলাই চট্টগ্রাম রাউজান উপজেলার গশ্চি গ্রামে জন্ম গ্রহণ করেন।
সাংবাদিক সিদ্দিক আহমেদ ২০১৭ সালে ১২ এপ্রিল ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে বিবৃতি দেন এবং মহান জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়।