
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বামনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বামনা প্রেসক্লাব ও চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের ছিদ্দিক গোলাম কিবরিয়া , সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আশিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোসাঃ জান্নাতুল ফেরদৌসি প্রমূখ।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বক্তারা সাংবাদিক তুহিন ও সাগর–রুনি হত্যাকাণ্ডসহ দেশের সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।