সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেস ক্লাবের মানববন্ধন

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ প্রতিনিধি):
‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১০ আগস্ট) দুপুরে মাধবপুর থানা রোডে মাধবপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

‎তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ইলিয়াস কাঞ্চন তানহা, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, লিটন পাঠান, হাফিজুর রহমান ভূঁইয়াসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে হত্যা করা শুধু নৃশংস নয়, এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *