কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার লাকসাম প্রতিনিধি ও বিবিসি বার্তা ২৪. কম এর স্টাফ রিপোর্টার আফ্রাতুল করীম রিমু’র মা শুক্রবার দুপুরে স্ট্রোক করে হাসপাতাল নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫১ বছর, তিনি স্বামী ও ৪ ছেলে এবং ১ কন্যা সন্তান রেখে গেছেন। তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, প্রচার সম্পাদক এম এ কাদের অপু, দপ্তর সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ-দপ্তর সম্পাদক আবদুর রহমান এবং অর্থ সম্পাদক অহিদুর রহমান সহ অনেকেই।
উল্লেখ্য, মরহুমার ২য় ছেলে আফ্রাতুল করীম রিমু লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্য।
দাব আছর তাঁর দাপন সন্মন্ন হয়, এসময় মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করা হয়।