দূর্বার

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের বিক্ষোভ মিছিল

আইন-অপরাধ আরো কুমিল্লা ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোহাম্মদ রায়হান বারি, নারায়ণগঞ্জ থেকূঃ কুমিল্লার দাউদকান্দিতে মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোক্তার হোসেনসহ সারাদেশের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাব সোচ্চার হয়ে উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে কর্মরত ৭০ জন সাংবাদিক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

১৮ মে বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। একপর্যায়ে সাংবাদিকরা মঠেরঘাট-উপজেলা পরিষদের রাস্তায় বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও লেখক, কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, সাত্তার আলী সোহেল, আবুল কালাম শাকিল, সুশীল সরকার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, জিএম শহিদ, নজরুল ইসলাম, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, নাজমুল হুদা, মাহবুব মনি, আরিফ হাসান আরব, গিয়াসউদ্দিন বাবুল, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, নজরুল ইসলাম লিখন, শহীদুল্লা গাজী প্রমুখ।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বলেন, এভাবে সাংবাদিক নির্যাতন মেনে নেওয়া যায়না। সাংবাদিকরা অনিয়ম-দুর্নীতি নিয়ে লিখবেই। মানবজমিন পত্রিকার সাংবাদিক মোক্তার হোসেন অনিয়ম নিয়ে রিপোর্ট করার কারণে নির্যাতনের শিকার হয়েছেন। রূপগঞ্জ প্রেসক্লাব এর তীব্র নিন্দা জানাই। দ্রুত এর বিচার না হলে আমরা রাজপথে নামবো। রূপগঞ্জের কোন সাংবাদিকও যদি নির্যাতনের শিকার হন, তাহলে আমরা এর কঠোর প্রতিবাদ করবো।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.