মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদপত্র ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের ২৬ জন ট্যালেন্টপুলে ও ২৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পান। পরে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়।