হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান পরিচালনা করে।সরিষাবাড়ী পৌরসভাধীন ২নং ওয়ার্ডের আরামনগর বাজারস্থ সুইপার কোলনীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১। রানী বাসফোর (৪৫), ২। স্বপন বাসফোর (৪০), ৩। লাল পরী বাসফোর (৩৫), ৪। রানী বাসফোর(৫৭), স্বামী-মৃত রতন বাসফোরদের বসত বাড়ি হতে সর্বমোট দেশীয় তৈরী চোলাই মদ ১০০ লিটার মূল্য ৫০,০০০/-টাকা এবং জাওয়া(ওয়াশ) ৩০০ লিটার, মূল্য ৪৫,০০০/-টাকা সহ গ্রেফতার করা হয়। উক্ত সময় আসামী ৫। সুমান বাসফোর(৪৫) ৬। খোকন বাসফোর(৩০) দৌড়ে পালিয়ে যায়। ধৃত ও পলাকত আসামীদের বিরুদ্ধে দেশীয় তৈরী চোলাই মদ উৎপাদনের উপকরন ও চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও তৎকাজে সহায়তা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/২৪(খ)/৩৭/৪১ ধারায় সরিষাবাড়ী থানার মামলা নং-১৫ তারিখ-৩০/০১/২০২৪খ্রি, রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা ও মামলাটি তদন্ত অব্যাহত আছে।