​সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার হুমকি- দুই সাংবাদিক লাঞ্ছিত

আইন-অপরাধ আরো তথ্য প্রযুক্তি পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) ও দৈনিক ঘোষণা এর  স্টাফ রিপোর্টার সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু (৩২)। শুধু হামলা নয়, তাঁদেরকে প্রাণনাশের পাশাপাশি “ঠ্যাং কেটে ফেলার” হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০), পিতা লক্ষীচাঁন চৌধুরী।

​সাংবাদিক ইসমাইল হোসেন জানান, সংবাদ সংগ্রহের সময় তিনি জানতে পারেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি রাষ্ট্রীয় খাস জমি। শুধু তাই নয়, এ জমি নিয়ে সরকার বাদী হয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন।

​বিষয়টি অভিযুক্তদের কাছে জানতে চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলা চালান।এতে দুই সাংবাদিক আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

​সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার বিষয়টি জানতে চাওয়াই আমার অপরাধ হলো। তারা আমাকে ঠ্যাং কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এদিকে,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় জমি দখল ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হেনস্থা করার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *