সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ সরাইল থেকে আব্বাস উদ্দিন

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনরানুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজমুল হোসেন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, মোশাররফ হোসেন ভূঁইয়া, মুক্তিযুদ্ধা অক্ষয় কুমার চৌধুরী, সরাইল হাটখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ, থানা মসজিদের ইমাম মাওলানা আবদুল খালেক, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায় ও সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস। বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষে শারদীয় দুর্গোৎসবে সরাইলের ৪৮টি ম-পের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্ব নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এর আগে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নেতৃত্বে সরাইল সদরের প্রধান সড়কে দাঙ্গা প্রতিরোধে ক্যাম্পেইন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উভয় কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষক, স্কাউট সদস্য ও কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.