সরাইলে কথিত নানা দ্বারা প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

আইন-অপরাধ আরো চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

সরাইল থেকে আব্বাস উদ্দিন
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলায় নাতিন ডেকে প্রতিবন্ধী (১৮) এক কিশোরীকে ধর্ষণেের অভিযোগে হামিদ ঠাকুর (৫৮) নামে একজনকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ। হামিদ ঠাকুর সরাইল সদরের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামেগ্রামের প্রয়াত আবদার ঠাকুরের ছেলে। এই ঘটনায় গত বুধবার একই গ্রামের ধর্ষিতার বাবা হামিদের বিরোদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানাযায়,নিজর বাড়িতে মুদির মালের দোকানী হামিদ। প্রতিবেশী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিয়মিত মালামাল ক্রয়করতে আসতো এই দোকানে। এক সময় এই কিশোরীর উপর কুনজর পরে এই হামিদের। হামিদ এই কিশোরীকে নাতিন নাতিন বলে ডাকতো, আর সযোগ পেলেই তার শরীরে হাত দিতে চাইতো।। গত ১৭ই অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিটের দিকে প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বের হলে হামিদ টাকার লোভ দেখিয়ে জনৈক সোলাইমান ঠাকুরের বাড়িতে নিয়ে যায়। ওই বাড়ির রান্নাঘরে অন্ধকারে নিয়ে বিবস্ত্র করে প্রতিবন্ধীকে ধর্ষণ করে হামিদ। ওদিকে কিশোরীর পরিবারের লোকজন চারদিকে তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর কাপড়চোপড় এলোমেলো অবস্থায় সোলাইমান ঠাকুরের বাড়ির সামনে পাই এই কিশোরীকে। মা-বাবাসহ পরিবারের সবার কাছে এই ঘটনা খুলে বলে এই কিশোরী। অসুস্থ্য কিশোরীকে তারা দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিশোরীর বাবা জানায় গত প্রায় তিন মাস আগেও এই হামিদ ধর্ষণ করার চেষ্টা করেছিল। আমরা তখন মানসম্মানের ভয়ে এই ঘটনা কাউকে বলিনি। সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামি হামিদ ঠাকুরকে গ্রেফতার করে
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *