জাফর আহমেদ।। পিএফজি লাকসাম ইউনিটের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ১৩ মে বেলা ১১ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে পিএফজি সমন্বয়ক জাফর আহমেদের সঞ্চালনায় পিস অ্যাম্বাসেডর নূরে আলম মানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে লাকসামে ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপ গঠিত হয় । সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ (দুই) বছরের জন্য সমন্বয়কারি ছাত্রদলের নুরনবী মহসিন, যুগ্ম সমন্বয়কারী ছাত্র লীগের মহিউল আলম দোলন ও তাসলিমা আক্তার নির্বাচিত হন। তারা দেশের রাজনৈতিক, ধর্মীয় এবং নৃ-তাত্ত্বিক সহিংসতা নিরোধ, নিরসন প্রশমনে লাকসাম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবে। সভায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর গঠনতন্ত্র উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সৈয়দ মোঃ নজরুল ইসলাম।
সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন এবং ফিল্ড কো -অর্ডিনেটর খোদেজা বেগম।