সমাজের সর্বত্র সুশাসন প্রতিষ্ঠার হবে –এলজিআরডি মন্ত্রী

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সমাজের সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, ‘বাহ্যিক উন্নয়নের পাশাপাশি জনপ্রতিনিধিদের মানসিকতারও উন্নয়ন করতে হবে। রাষ্ট্রের অঙ্গিকার অনুযায়ী, সর্বাত্মক ভাবে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

সোমবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামের নিজ বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও  দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘সবার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে সামগ্রিক উন্নয়ন সাধিত করা সম্ভব হবে। যারা দলীয় সিদ্ধান্ত এবং নেতার কথা অমান্য করবে, তাদেরকে কোন অবস্থায় ছাড় দেয়া হবেনা। সমাজের সকল মানুষকে সমান চোখে দেখতে হবে। আগামী ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, সকলকে তার পক্ষে কাজ করতে হবে। জনপ্রতিনিধি এবং নেতাকর্মীগণ অবশ্যই প্রশাসনের  কর্মকর্তাদের সাথে সমন্বয় করে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিনসহ দলীয় নেতা কর্মী ও জনপ্রতিনিধি৷

পরে আগত জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন মন্ত্রী।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.