গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৬০টি পূজামণ্ডপে পূজা অর্চনায় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুযায়ী আজ শুক্রবার সকাল ৬টা ৫৩ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে সন্ধিপূজারম্ভ ও সমাপন।
পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বীরগঞ্জসহ সারাদেশে এখন আনন্দমুখর পরিবেশ। গতকাল বৃহস্পতিবার ছিল শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। ঢাকের বাদ্যতে ভক্তদের পদচারণায় গতকাল মুখর ছিল শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর পূজামণ্ডপ। সন্ধ্যার পর থেকে দিনাজপুরের বীরগঞ্জে মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় আরো বাড়ে।
শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলায় ১৬০ টি পূজামণ্ডপে ১১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত পৌরসভা ০১ টি ও উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১৬০ পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় বীরগঞ্জ উপজেলার ১৬০টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব।
পূজামণ্ডপগুলো ঢাক–ঘণ্টার বাদ্য–বাজনা আর ভক্তদের পূজা–অর্চনায় মুখর হয়ে ওঠে। উৎসবে যোগ দিয়েছেন নানান শ্রেণিপেশার মানুষও। এতে মণ্ডপগুলো বাঙালির সর্বজনীন উৎসবে রূপ নেয়।
আগামীকাল ১২ অক্টোবর শনিবার মহানবমী। ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমী বিহিত পূজা ও মাতৃ দর্পণ বিসর্জন। এরপর প্রতিমা নিরঞ্জন।