
এম আর সজিব সুনামগঞ্জ:
সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী।
তিনি বলেন “বিএসপি কখনো হিংসা ও নেতিবাচক ধারার রাজনীতি করে না। নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে সরকার যে বৈষম্য আচরণ করছে তা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায়! আমরা বিশ্বাস করি, মানুষের নৈতিক চরিত্রের জাগরণ ঘটলেই রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে।”
বুধবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জে আয়োজিত বিএসপি জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল ফজল মাসউদ’র সঞ্চালনায় এবং জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুর রহমান। তিনি বলেন,
১৯৭১ সালে মৃত্যুকে উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই ২০২৪ সালের অভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাই। ৭১-এর মুক্তিযুদ্ধ বাদ দিলে ২৪-এর কোনো অস্তিত্ব থাকে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসপি’র অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন এবং কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মেন্দু মিয়া।
অতিরিক্ত মহাসচিব আসলাম হোসাইন বলেন,৫ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই অবস্থায় কোনো দেশ টেকসইভাবে এগোতে পারে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসপি যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অতিথি ও আলোচক ছিলেন সদর উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দোয়ারা উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, ছাতক উপজেলা সভাপতি মোহাম্মদ মোস্তাব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন মিয়া, এবং দিরাই উপজেলা সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন।
বক্তারা বলেন দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
