অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কি ঝেনহং দেশটির পূর্বাঞ্চল সফরকালে জনৈক স্থানীয় ব্যক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হন। তিনি বক্তৃতা করার সময়, সেখানকার একজন স্থানীয় বাসিন্দা তাকে থামিয়ে দিয়ে নিজ দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
চীনা রাষ্ট্রদূত এর প্রতিক্রিয়ায় বলেন, সিংহলি-তামিল-মুসলমান সকলেই চীনের বন্ধু এবং তিনি বিশ্বাস করেন, দেশটির বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জাতিগত মতপার্থক্য নির্বিশেষে সকলের একসাথে কাজ করা উচিত।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজফার্স্ট এ খবর দিয়ে জানায়ঃ বাধা পাওয়া সত্ত্বেও চীনা রাষ্ট্রদূত তার বক্তৃতা চালিয়ে যান। তিনি পুনর্ব্যক্ত করেন যে, তার দেশ সকল শ্রীলঙ্কানকে সাহায্য করা অব্যাহত রাখবে।
চীনের রাষ্ট্রদূত জানান, চীন সরকারি সাহায্য হিসেবে শ্রীলঙ্কাকে ৭৬ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অনুদান ঘোষণা করেছে। উক্ত অনুদান খাদ্য এবং ওষুধের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকারে সরবরাহ করা হবে।
তিনি আরও জানান, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে তার এই সফরের অন্যতম প্রধান কারণ- জিনজিয়াং প্রাদেশিক সরকারের অনুদানের ১০ হাজার খাবারের প্যাকেট স্থানীয়দের মাঝে বন্টন করা।
রেড ক্রস চায়না ইতিমধ্যেই ৪৮,০০০ মার্কিন ডলারের সহায়তা দিয়েছে জানিয়ে তিনি বলেন, সামনে আরও ১৫০,০০০ মার্কিন ডলারের সহায়তা আসবে।
চীনা রাষ্ট্রদূতের বিশ্বাস, ওই অঞ্চলে রেড ক্রস চায়না থেকে তৃতীয় বা চতুর্থ আরো একটি (সাহায্যকারী) দল আসবে। রাষ্ট্রদূত আমপারা জেলার বৃহত্তম শহর কালমুনাই পরিদর্শন করে স্থানীয়দের মাঝে বিভিন্ন পণ্য বিতরণ করেন।