শ্রীমঙ্গলে ১৫.৩ মিমি. বৃষ্টিপাত: চা শিল্পে বয়ে এনেছে সুফল

অর্থনীতি আবহাওয়া আরো সারাদেশ সিলেট
শেয়ার করুন...

প্রিত্তম কুর্মী সুজিত, মৌলভীবাজার প্রতিনিধি:
রবিবার(১৯মার্চ) শ্রীমঙ্গলসহ চা শিল্পাঞ্চলে সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তিন দফায় ১৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা চা শিল্পের জন্য সুফল বয়ে এনেছে। চা উৎপাদক মহলে এ বৃষ্টি ব্যাপক আশার সঞ্চার করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস জানান, আজ সকাল ৭ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন দফায় ১৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৩ নটিক্যাল মাইল অর্থাৎ ৫.৫৬ কিলোমিটার। সকাল ৬ টা ও দুপুর ১২ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

চা বিজ্ঞানীরা বলছেন, এ বৃষ্টি চা শিল্পের জন্য সুফল বয়ে এনেছে। মৌসুমের শুরুতে টিপিং দেরি হচ্ছিল বৃষ্টি না হওয়ায়। বৃষ্টি হওয়ায় এখন চা গাছে দ্রুত নতুন কুঁড়ি চলে আসবে। টিপিং দ্রুত হবে। এরপর প্লাকিংও শুরু হয়ে যাবে। এ বৃষ্টির ফলে চা উৎপাদন ভাল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চা উৎপাদক মহল।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.