শ্রীবর্দীতে বিদ্যুৎ স্পৃষ্টে পৃথক ভাবে ২ জনের মৃত্যু

আরো ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

শ্রীবর্দী সংবাদদাতাঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে শহিজল ওরফে ডালি (৬০) ও খোকন চন্দ্র রায় (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ ২৩ জুলাই শনিবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া ও রানীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত শহিজল ওরফে ডলি তাতিহাটি ইউনিয়নের চক কাউরিয়া গ্রামের ছাইয়দুর রহমানের ও রানীশিমুল ইউনিয়নের ভবেন্দ্র সরকারের ছেলে খোকন চন্দ্র রায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার শহিজল ওরফে ডালি নিজ বসত ঘরের ফ্যানের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎ এর তারে সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবং অপরদিকে শনিবার দুপুরে কৃষক খোকন চন্দ্র রায় মাঠের কাজ শেষ করে ধনেশ্বরের পুকুরে পা ধোয়ার জন্য যায়।

বৈদ্যুতিক সেচ পাম্পের তার ছিড়ে সবার অজান্তে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়। খোকন পুকুরের পানিতে নামার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.