শ্রীবর্দী, শেরপুর সংবাদদাতাঃ
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী শাশুড়ি ও জেঠা শ্বশুর কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মিন্টু মিয়ার(৪৩) বিরুদ্ধে।
গতরাত ২৩ শে জুন রোজ বৃহস্পতিবার রাত ৮.০০সময় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পটল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন মিন্টু মিয়ার স্ত্রী মনিরা বেগম (৩৫) শাশুড়ী শেফালী বেগম (৫৫) এবং জেঠা শশুর নুর মোহাম্মদ হাজী(৬০) এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনদের সুত্রে জানা যায়,১৭বছর আগে শ্রীবরদী পটল গ্রামে মনু মিয়ার মেয়ে মনিরা বেগমের সাথে বিয়ে হয় পাশের গেরামারা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিন্টু মিয়ার সাথে, তাদের ২ টি সন্তান ও রয়েছে।
কিছু দিন আগে থেকে মিন্টু মিয়া কোন কাজ না করায় সংসারে অভাবের সাথে পারিবারিক ঝগড়া হয়। এর জের ধরে মনিরা বেগম গত ৩ মাস থেকে বাবার বাড়ি চলে আসেন, এর পর মিন্টু কয়েক বার স্ত্রী মনিরা বেগম কে নিতে আসলেও মনিরা যান নি।
এর থেকে গত রাত ২৩ শে জুন বৃহঃবার রাত ৮ টার দিকে মিন্টু বোরকা পড়ে শশুর বাড়ি এসে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে স্ত্রী মনিরা (৩৫) শাশুড়ী শেফালী( ৫৫) জেঠা শশুড় নুর মোহাম্মদ হাজী (৬০) শশুর মনু মিয়া(৭৫) বাচ্চুনী বেগম(৪০) এবং শাহাদাৎ (৪৫) সহ ৬ জন কে আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী মনিরা বেগম পরে স্থানীয় রা বাকি ৫ জন কে উদ্দ্বার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ কম্লেপক্সে নিয়ে গেলে চিকিৎসক নুর মোহাম্মদ হাজী ও শেফালী বেগম কে মৃমৃত ঘোষণা করে। বাকি ৩জন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।
এ ব্যাপারে শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কোমার বিশ্বাস বলেন, পারিবারিক কলহের কারনেই মিন্টু মিয়া তাদের কুপিয়েছেন, অতি দ্রুত তাকে মিন্টু কে গ্রেফতারের জন্য অভিজান চলছে, আশা করছি শিগ্রই গ্রেফতার হবে এবং পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।